Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিনামূল্যে দেওয়া হবে ‘জাওয়ান’র এক লাখ টিকিট! 
Wednesday August 30, 2023 , 7:31 pm
Print this E-mail this

প্রায় ৩০০ কোটি রুপির বড় বাজেটে তৈরি করা হয়েছে ছবিটি

বিনামূল্যে দেওয়া হবে ‘জাওয়ান’র এক লাখ টিকিট!


মুক্তখবর বিনোদন ডেস্ক : আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। ছবিটি নিয়ে দর্শক আগ্রহ এখন তুঙ্গে। এরমধ্যে গতকাল উন্মুক্ত হয়েছে ছবিটির তৃতীয় গান ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’, যা ইতিমধ্যে অন্তর্জালে ঝড় তুলেছে। হিন্দি, তামিল, তেলুগু ভার্সন মিলিয়ে এক দিনেই এর ভিউ ছাড়িয়ে গেছে ৫৪ মিলিয়ন। আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) মুক্তি পাচ্ছে সিনেমাটির ট্রেলার। তবে সেটি উন্মুক্ত করা হবে বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা দুবাইয়ের বুর্জ খলিফায়। সেখানে উপস্থিত থেকে হাজারো ভক্তের সঙ্গে শাহরুখ নিজেও ট্রেলার উপভোগ করবেন। এ নিয়ে ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেছেন, ‘তোমাদের সঙ্গে ‘জাওয়ান’ উদযাপন করবো না, এটা তো অসম্ভব। আসছি আমি বুর্জ খলিফায়, ৩১ আগস্ট রাত ৯টায়।’ এরমধ্যেই জানা গেছে, ‘জাওয়ান’র এক লাখ টিকিট বিনামূল্যে দেওয়া হবে। বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে টিকিটগুলোর অগ্রিম বুকিং নিয়ে ফেলেছে। তাদের ক্রেতাদেরই দেওয়া হবে এসব টিকিট। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘জাওয়ান’ নিয়ে শাহরুখ খানের সঙ্গে বড় চুক্তি করেছে কয়েকটি ব্র্যান্ড। প্রচারণা পার্টনার হিসেবে তাদের পণ্যের ক্রেতাদের ছবিটির টিকিট দেবে কোম্পানিগুলো। প্রায় এক লাখ টিকিট বুকিং করা হয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জাওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ। প্রায় ৩০০ কোটি রুপির বড় বাজেটে তৈরি করা হয়েছে ছবিটি।

সূত্র : বলিউড হাঙ্গামা




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল আবাসিক হোটেল স্বাগতমে অভিযান, ৬০ পিস ইয়াবাসহ আটক ১
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান