|
উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান
বরিশালে দু’দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলার উদ্বোধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে বিভাগীয় উদ্ভাবনী মেলা। উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন এনডিসি, অতিরিক্ত সচিব মোমেনা মনি ও বরিশাল জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। মেলায় পটুয়াখালী জেলা প্রশাসন এম আর ড্যাশ বোর্ড, এলএ ড্যাশ বোর্ড, দৈনিক জন্ম ও মৃত্যু নিবন্ধন ডাটা এন্ট্রি সফটওয়ার, পিরোজপুর জেলা প্রশাসন ডিজিটাল গল্পের ছলে বিনোদনের মাধ্যমে ইংরেজি গ্রামার শিক্ষা, ভোলা জেলা প্রশাসন ডিজিটালাইজড বিআইডব্লিউটিএ লাইফ প্রোডাকটিভ ডিভাইজ ফর প্যাসেঞ্জার ভ্যাসেল প্রদর্শন করে। ঝালকাঠি জেলা প্রশাসন ডক্টর ডিজিটাল এ্যাপস, বরগুনা জেলা প্রশাসন গণশুনানি ব্যবস্থাপনা সফটওয়্যার প্রস্তুতকরণ কেইজ ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তুতকরণ, বরিশাল জেলা প্রশাসন (ডিজিটাল বরিশাল) তথ্য ভিত্তিক এন্ড্রয়েড এপ্লিকেশন, বিইউ রেডিও, অনলাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করেছে। বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনষ্ক জাতি হিসেবে গড়ে তুলতে হবে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য এধরনের উদ্ভাবনী মেলা সহায়ক হবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, পড়ালেখা করে চাকরি করবে এমন না ভেবে উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করতে হবে। আমাদের সৃষ্টিশীল মানুষ হতে হবে। মেলায় বরিশাল বিভাগের ছয়টি জেলার জেলা প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠানসহ ১০টি স্টল রয়েছে। আজ ৫টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হবে।
Post Views: ০
|
|