প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালের বাবুগঞ্জে ৯০নং সঃ প্রঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
Wednesday February 22, 2023 , 8:12 pm
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের এবং মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ
বরিশালের বাবুগঞ্জে ৯০নং সঃ প্রঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মুক্তখবর ক্রীড়া ডেস্ক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ৯০নং মধ্য পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি ২২) বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান (মাষ্টার), সমাজ সেবক ও ব্যবসায়ী অহিদুর রহমান, সুমন আহমেদ, রুবেল কাজী, যুব সমাজের নেতা সোহেল ও অভিভাবক সদস্যগন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থী ছাড়াও অভিভাবকবৃন্দরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ‘এম মল্লিক এন্টারপ্রাইজ’ এর কর্ণধার জুয়েল মল্লিকের সৌজন্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের এবং মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ করা হয়।