মুক্তখবর ক্রীড়া ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া উপ-কমিটির আহবায়ক রাহাত খানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, এপিবিএনের অধিনায়ক মোয়াজ্জেম হোসেন, বিএমপির উপ-পুলিশ কমিশনার আশরাফ আলী ভূঞা, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব আরিফিন তুষার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। খেলায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ছাড়াও বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সদস্যরা অংশ নেয়।