মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল র্যাব-৮’র বিশেষ অভিযানে একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বরিশাল র্যাবের ক্ষুদেবার্তায় জানা যায়, বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ২) বিকেল পৌনে ৫টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন নাগরাভাংগা গ্রামে অভিযান চালিয়ে মন্টু কবিরাজ (৪৫) কে গ্রেফতার করে। ক্ষুদেবার্তায় র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী হলেন-পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের মৃত আজাহার কবিরাজের পুত্র মন্টু কবিরাজ। তার বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। এসব মামলায় তার ২৯ বছরের সাজা হয়েছে। তিনি দীর্ঘদিন পালাতক থাকার পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন র্যাবের ক্ষুদেবার্তা।