প্রচ্ছদ » স্লাইডার নিউজ » “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
Monday January 2, 2023 , 3:29 pm
সভা শেষে ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিনা সুদে লোন দেয়া হয়
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সোমবার (জানুয়ারি ২) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমসহ আরো অনেকেই। সভা শেষে ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিনা সুদে লোন দেয়া হয়।