|
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
পিরোজপুরের কাউখালীতে ধান মাড়াই যন্ত্র বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্য কৃষি যন্ত্রপাতির বিতরণ। কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুইটি ইউনিয়ন থেকে লটারির মাধ্যমে ৫ জন কৃষককে ধান মাড়াই যন্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন-কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কপিল শাহ ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সাহা, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ সহ আরো অনেকেই। যন্ত্রপাতি পাওয়া কৃষকরা করা হলেন, বেতকা গ্রামের সোহেল, হরিনধারা গ্রামের হেমায়েত উদ্দিন, আশুয়া গ্রামের হারুন, মাগুরা গ্রামের আলম ও জব্দকাঠি গ্রামের জালিস হোসেন।
Post Views: ০
|
|