Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি ক্লিনিকে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার চেষ্টা 
Wednesday December 21, 2022 , 5:31 pm
Print this E-mail this

বিষয়টি তিনি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা-বনি আমিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা

পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি ক্লিনিকে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার চেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি ক্লিনিকে ভুয়া সিআইডি পরিচয় দিয়ে কাগজপত্র ও ঔষধ সহ বিভিন্ন জিনিসপত্র পরিদর্শনের নামে প্রতারণার চেষ্টা করা হয়। জানাগেছে, গত রবিবার সকালে উপজেলার জয়কুল কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার মোঃ শাকিল আহম্মেদের কাছে সিআইডি পরিচয় দিয়ে পাশ্ববর্তী উপজেলার সেহাংগল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত সৈয়দ রেদওয়ান আহমেদ বিভিন্ন তথ্য জানতে চান। এ সময় সাকিল আহম্মেদের সন্দেহ হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন এবং তার বুকে ঝুলানো ভুয়া সিআইডি কার্ডের ছবি তুলে সামাজিক যোগাযোগে ভাইরাল করে দেন। প্রতারক সিআইডি পরিচয় দেওয়া রেদওয়ান বিষয়টি বুঝতে পেরে মুহুর্তের মধ্যে সেখান থেকে সটকে পড়ে। এ ব্যাপারে জয়কুল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাকিল আহমেদ জানান, তিনি বিষয়টি লিখিতভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিকট বিষয়টি অবহিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুজন সাহা জানান, বিষয়টি লিখিতভাবে ভুল স্বীকার করেন প্রতারণাকারী রেদওয়ান। কাউখালী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনি আমিন জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন