Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৯, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের মরদেহ উদ্ধার 
Saturday December 17, 2022 , 5:31 pm
Print this E-mail this

হোটেলের রুম থেকে আলামত হিসেবে একটি স্মার্ট ফোন, একটি জামা-কাপড়ের ব্যাগ জব্দ

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম (হোটেলে রেজিস্ট্রিকৃত) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (ডিসেম্বর ১৭) সকাল ১০টায় ওই রুম চেক আউটের জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে রুমের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার (ডিসেম্বর ১৬) সকাল ৬টায় সুজন (৩২) অজান্তা বেগম নামের দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের রুম ভাড়া নেন। শুক্রবার সারাদিন তারা হোটেলে অবস্থানসহ বাইরেও ঘোরাঘুরি করেন। স্বামী পরিচয় দেওয়া সুজন পটুয়াখালীর বাউফল সদরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেলের রেজিস্ট্রিতে উল্লেখ রয়েছে। হোটেলের মালিক লিয়াকত আলী জানান, শনিবার (ডিসেম্বর ১৭) সকাল ১০টায় হোটেল চেক আউটের সময় হলে তাদের ফোন দেওয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। রুম ভেতর থেকে তালা লাগানো থাকায় পুলিশে খবর দেই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, আমরা ঝুলন্ত অবস্থা থেকে এই নারীর মরদেহ উদ্ধার করেছি। তবে স্বামী পরিচয় দেওয়া সুজনকে পাওয়া যায়নি। ওইরুম থেকে আলামত হিসেবে একটি স্মার্ট ফোন, একটি জামা-কাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। তাদের শনাক্তের চেষ্টা করছি।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন