তামার তার সহ প্রায় ৭০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি
পিরোজপুরের কাউখালীতে ট্রান্সফরমার চুরির হিরিক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে গতকাল চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামে একটি ট্রানন্সফরমার চুরির ঘটনা ঘটছে। যার ফলে প্রায় অর্ধ শতাধিক গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত হয়। জানাগেছে, গত মঙ্গলবার গভির রাতে একটি ট্রানন্সফরমার চোর চক্রের গ্রুপ kaw -2B 31 পোলে স্থাপিত ট্রান্সফরমারটি ডাকনা খুলে মূলবান তামার তার সহ প্রায় ৭০ হাজার টাকার অন্যান্য মালামাল খুলে নিয়ে যায়। এ ব্যপারে পিরোজপুর পল্লি বিদ্যুতের এ জি এম অমিত দাস বাদী হয়ে একটি কাউখালী থানায় অভিযোগ দায়ের করছেন। এব্যপারে কাউখালী পল্লি বিদ্যুতের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, কাউখালীতে একইভাবে এর আগেও পরপর কয়েকটি ট্রান্সফরমার চুরি হয়েছে। যা থানায় অভিযোগ করার পরেও কোন ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি পুলিশ। ওসি বনি আমিন জানান, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।