|
রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়
বরিশাল রেঞ্জ অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মুক্তখবর ক্রীড়া ডেস্ক : বরিশাল রেঞ্জ অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলায় এএসপি হতে উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এবং পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জয়লাভ করেন। এছাড়া ইন্সপেক্টর হতে তদনিন্ম কর্মকর্তাদের মধ্যে এসআই (নিঃ) শরীফ আব্দুল মান্নান ও এএসআই (নিঃ) মো: মেহেদী হাসান জয়লাভ করেন। এসময় উপস্থিত ছিলেন-আরআরএফ কমান্ড্যান্ট এর অতিরিক্ত ডিআইজি একেএম ইকবাল হোসেন, বরিশাল রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, পুলিশ সুপার কাজী মো: ছোয়াইব; বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো: মহিউল আলম, বরিশাল রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাছুদুল আলম, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজসহ রেঞ্জ অফিসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। খেলা শেষে বিজয়ী টিমের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি এবং রেঞ্জ ডিআইজির হাতে পুরস্কার তুলে দেন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Post Views: ০
|
|