Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে বরিশালের সে-ই স্কুলটি শিক্ষার্থীদের চোখের সামনেই সুগন্ধায় বিলীন 
Thursday August 30, 2018 , 9:31 pm
Print this E-mail this

দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানটি ভাঙ্গন ঝুঁকিতে থাকলেও রক্ষার্থে কেউ এগিয়ে আসেনি

অবশেষে বরিশালের সে-ই স্কুলটি শিক্ষার্থীদের চোখের সামনেই সুগন্ধায় বিলীন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জে আকস্মিক সুগন্ধা নদীর ভাঙ্গনে শিক্ষার্থীদের সামনেই বিলীন হয়ে গেছে সৈয়দ মোশারফ রশিদা মাধ্যমিক বিদ্যালয়টি। জানা গেছে, রাত তিনটার দিকে ভয়াবহ ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করে বিদ্যালয়টি। সকালে স্কুলের শিক্ষার্থীদের সামনেই সুগন্ধায় বিলীন হয়েছে বিদ্যালয়টি। এছাড়াও বিলীন হতে বসেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনা। ঝুঁকির মধ্যে রয়েছে দোয়ারিকা সেতুও। এদিকে বিলীন হওয়ার পর রাজনৈতিক নেতৃবৃন্দ ছুটে গেছেন সাহায্য সহযোগিতার জন্য। ২০০৩ সালে দেড় একর জমির উপর প্রতিষ্ঠিত সৈয়দ মোশারফ রশিদা মাধ্যমিক বিদ্যালয়টি ভাঙ্গলের কবলে পড়ে। ২৭ আগষ্ট সকালে আকস্মিক ভাঙ্গলের গ্রাসে মূল ভবনের অর্ধেকের বেশি দেবে যায়। ২৮ আগষ্ট ভবনটি পুরোপুরি বিলীন হয়ে যাওয়ায় বিদ্যালয়টির প্রায় ৩১০ জন শিক্ষার্থীর শিক্ষাগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে। মহিষাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার কয়েকটি নদীগর্ভে তলীয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ। বিদ্যালয়ের ভবন বিলীনের সংবাদ অনলান পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও গণমাধ্যমে ছড়িয়ে পরলে ঘটনা স্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, উপজেলা আওয়া সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানটি ভাঙ্গন ঝুঁকিতে থাকলেও রক্ষার্থে কেউ এগিয়ে আসেনি। ২৯শে আগষ্ট ঈদের ছুটি শেষে কোথায় ক্লাশ নিবো শিক্ষার্থীদের? উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের পাঠদান যাতে ব্যহত না হয় সে ব্যবস্থা করার চেষ্টা করছি।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২