Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কথায়, আবৃত্তি আর গানে সম্প্রীতির আহ্বান আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের 
Saturday November 19, 2022 , 10:48 pm
Print this E-mail this

ব্রজমোহন কলেজের কবি জীবনানন্দ দাশ চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়

বরিশালে কথায়, আবৃত্তি আর গানে সম্প্রীতির আহ্বান আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কথায়, আবৃত্তি আর গানে সম্প্রীতির আহ্বান জানিয়েছে বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। সম্প্রীতির সংগ্রামে আমরা শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। শনিবার বিকেল চারটায় ব্রজমোহন কলেজের কবি জীবনানন্দ দাশ চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ কাইউম উদ্দিন আহম্মেদ, শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, উদীচী বরিশাল জেলার সভাপতি সাইফুর রহমান মিরণ, সংগঠক কমল মিত্র, অধ্যাপক সঞ্জয় সাহা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মারিফ আহম্মেদ বাপ্পি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর সরকার, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথি, উত্তরণের সভাপতি শাকিল আহম্মেদ। সঙ্গীত পরিবেশন করে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। একক আবৃত্তি পরিবেশন করে-সুজয় সেন, জিয়াউর রহমান, আশরাফুর রহমান সাগর, আরিফুর রহমান, রাখী সায়ন্তনী, মুনিয়া রহমান রচি। বৃন্দ আবৃত্তি করে বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাথমিক বিভাগের শিক্ষার্থীরা। পরে পার্থ সারথির রচনা এবং সঞ্জয় সাহার পরিচালনায় গীতি কাব্যালেখ্য মানুষ শুধু মানুষ থাকুক, আর যা কিছু মিথ্যে হোক পরিবেশিত হয়।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ