Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অদ্ভুত ছাগল ছানার জন্ম 
Sunday November 20, 2022 , 4:49 pm
Print this E-mail this

দিনমজুরের বাড়িতে উৎসুক জনতার ভীড়

বরিশালে অদ্ভুত ছাগল ছানার জন্ম


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার দিনমজুর শাহাদাত সরদারের পালিত একটি ছাগল অদ্ভুত বা”চা জন্ম দিয়েছে। অদ্ভুত ছাগল ছানাটি একনজর দেখার জন্য ওই দিনমজুরের বাড়িতে উৎসুক জনতা ভীড় করছেন। দিনমজুর শাহাদাতারের মা রেহানা বেগম (৬৫) বলেন, গত আট মাস যাবত তার ছেলে শাহাদাত একটি ছাগল পালন করে আসছে। ছয়মাস পূর্বে ছাগলটি গর্ভবতী হয়। শনিবার দুপুরে ছাগলটি দুইটি ছানা জন্ম দেয়। এরমধ্যে একটি ছানা জন্ম নেয়ার পরপরই মারা যায় এবং অপরটি দেখতে অদ্ভুত হওয়ায় ছাগল ছানাটি একনজর দেখার জন্য তাদের বাড়িতে স্থানীয়রা ভীড় করছেন। সরেজমিনে দেখা গেছে, অদ্ভুতভাবে জন্ম নেয়া ছাগল ছানাটির নাকের মধ্যে দিয়ে জিব্বা বের হয়ে গেছে। দুই চোখ না থাকলেও কপালের উপর অস্পষ্ট চোখের আকৃতি রয়েছে। মুখ না থাকায় বাচ্চটি খেতে পারছে না। চার পা থাকলেও বাচ্চাটি উঠে দাড়াতে পারছে না। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, অ্যাবনরমাল শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে, তখন এ ধরনের বিচিত্র আকৃতির ছাগলছানার জন্ম হতে পারে। তবে এটা সচরাচর দেখা যায় না। তিনি আরও বলেন, ছানাটি সুস্থ রাখতে আমাদের সাথে যোগাযোগ করলে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ