Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অধ্যক্ষের অপসারণের দাবীতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 
Tuesday November 8, 2022 , 2:12 pm
Print this E-mail this

৬ দফা দাবি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

অধ্যক্ষের অপসারণের দাবীতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অধ্যক্ষের অপসারণের দাবিতে মঙ্গলবার (নভেম্বর ৮) বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং অধ্যক্ষের রুমে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত শিক্ষার্থীরা। এসময় তিন শতাধিক শিক্ষার্থী একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা অধ্যক্ষের অপসারণসহ ৬ দফা দাবি জানান। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরে দাবী আদায়ের লক্ষে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সিয়াম সরদার জানান, অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ, শ্রেণি কক্ষে বিনাকারণে শিক্ষার্থীদের হেনস্থা করা, ধর্ম নিয়ে কটাক্ষ, কল্যাণ তহবিলের নামে অর্থ নিলেও তা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যবহার হয় না, শিক্ষার্থীদের বিনা কারণে মাদক মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। তবে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে এরিয়ে যান।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার