Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জেল হত্যা দিবস উপলক্ষে ববিতে আলোচনা সভা 
Thursday November 3, 2022 , 7:49 pm
Print this E-mail this

ববি’র শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন

জেল হত্যা দিবস উপলক্ষে ববিতে আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল কাইউম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, জাতীয় চার নেতা ছিলেন অত্যন্ত সৎ, সরল, বিশ্বস্ত, বিচক্ষণ ও দুরদর্শি। তিনি তরুণ প্রজন্মসহ সকলকে জাতীয় চার নেতার এইসব গুণাবলি অনুসরণ করার আহ্বান জানান।সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. বিজন কৃষ্ণ সাহা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সদস্য মো: আরিফ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, শেরে বাংলা হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সদস্য আবু জাফর মিয়া এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাচান। শিক্ষক সমিতির সধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন