Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৫:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার 
Saturday September 17, 2022 , 8:58 pm
Print this E-mail this

সভাপতিত্ব করেন, উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিএ (চাটার্ড একাউন্টেন্ট) ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও আইসিএবি’র যৌথ আয়োজনে নিজস্ব জীবনানন্দ দাশ কনফারেন্স হলে শনিবার বিকেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, আইসিএবি’র প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এফসিএ। বিশেষ অতিথি ছিলেন-বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, আইসিএবি’ ভাইস প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ এবং আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক এফসিএ। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফাহিমা আক্তারের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, একই বিভাগের চেয়ারম্যান রাকিবুল ইসলাম। সেমিনারে অন্যান্যদের মধ্যে আইসিএবি’র সিইও সুভাশীষ বোস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক ড. প্রবীর কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক আবদুল আলিম বছির এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী সহ অংশগ্রহণ করেন। বক্তারা চাটার্ড একাউন্টেন্ড ক্যারিয়ার বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন