Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ৭, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে জুতার দোকানে হামলা চালিয়ে ২ লাখ টাকা লুটের অভিযোগ 
Saturday April 23, 2022 , 5:35 am
Print this E-mail this

দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, তদন্ত করে আইনি ব্যবস্থা-ওসি, হিজলা থানা

বরিশালে জুতার দোকানে হামলা চালিয়ে ২ লাখ টাকা লুটের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলা সদরে একটি জুতার দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারেক হোসেন (৩৫)  নামের ওই জুতা ব্যবসায়ীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। আহতাবস্থায় ব্যাবসায়ী তারেককে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ করে এর বিচার দাবি করেন। এরপর ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন ব্যবসায়ীদের শান্ত করেন এবং দোকান খোলার অনুরোধ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার রা‌তে এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে হিজলা বন্দরের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী রাহাতুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রিপন ব্যাপারী নামের একজন ক্রেতা হিজলা বন্দরের তারেকের জুতার দোকানে জুতা কেনার জন্য আসেন। জুতা দেখার সময় ক্রেতা রিপন ব্যাপারী একটি স্যান্ডেল চাপ দিয়ে ভেঙে ফেলেন। এ নিয়ে দোকান মালিক তারেকের সঙ্গে ক্রেতা রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার তারেক ক্রেতা রিপনকে দোকান থেকে বের হয়ে যেতে বললে রিপন ক্ষিপ্ত হয়। এরপর রাত ৭ টার দিকে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ওই দোকানে হামলা চালিয়ে দোকানটি ব্যাপক ভাঙচুর এবং দোকানদার তারেককে ব্যাপক মারধর করে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। ঘটনার পর আহত ব্যবসায়ী তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অন্য ব্যবসায়ীরা। হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। এখনও কোনো পক্ষের অভিযোগ মামলা হিসেবে নথিভূক্ত করা হয়নি। ব্যবসায়ী তারেক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান তিনি।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী