Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবে-বিএমপি কমিশনার 
Thursday April 21, 2022 , 7:28 pm
Print this E-mail this

কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে সম্পৃক্ত করার জন্য পুলিশ কমিশনারের নির্দেশ

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবে-বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (এপ্রিল ২১) বেলা ২ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে বিএমপি কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। সমন্বয় সভায় সভাপতি বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, শ্রমিক নেতৃবৃন্দ, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বিআরটিএ, রোডস এন্ড হাইওয়ে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি, নৌ সদর থানার প্রতিনিধি, রেপিড একশন ব্যাটালিয়ন প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সাধনের লক্ষ্যে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে এ সময় তিনি বলেন, মুসলিম ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হলে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবে। এর জন্য আমাদেরকে ঘরমুখো মানুষ সহ সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনের এন্ট্রি-এক্সিট পয়েন্ট, পার্কিং ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন করে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি আমন্ত্রিত সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বিএমপি’র থানা পুলিশ, ট্রাফিক ডিভিশন, ডিটেকটিভ ব্রাঞ্চ, সিটি স্পেশাল ব্রাঞ্চ, সহ সকল ইউনিট কমান্ডারদের সকলের সাথে পারস্পরিক সমন্বয় সাধন করে জননিরাপত্তা নিশ্চিতকল্পে একসাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। এক্ষেত্রে তিনি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে সম্পৃক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন রাসেল পিপিএম-সেবা এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক,উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ মনজুর রহমান ‘পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, আমন্ত্রিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা