Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ১৭, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিদ্যুত বিপর্যয় 
Sunday August 6, 2017 , 4:52 pm
Print this E-mail this

ভোগান্তিতে বরিশালসহ দক্ষিণাঞ্চাল

বরিশালে বিদ্যুত বিপর্যয়


স্টাফ রিপোর্টার : বরিশাল-মাদারীপুর জেলায় জাতীয় গ্রীড লাইন ফেল করায় দুঃসহ লোডশেডিংয়ের কবলে পড়েছে বরিশালসহ দক্ষিণাঞ্চল।বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট জাতীয় গ্রীড লাইন বিচ্ছিন্ন থাকায় বিদ্যুৎ সরবরাহ ও সঞ্চালনে প্রভাব পড়ে।পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বরিশাল কার্যালয় সূত্র জানায়, বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ফ্লাশ ওভার হয়ে সিস্টেম জেনারেশন আউট হয়ে যায়। এতে ভোলার দুটি এবং বরিশালের সামিট পাওয়ার প্লান্ট থেকে মোট ৩৬৯.৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ বন্ধ থাকে।যার কারণে অসহনীয় লোডশেডিংয়ের কবলে পড়ে দক্ষিণাঞ্চলের মানুষ।বর্তমানে বর্ষা মৌসুমে বরিশালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ৯০ মেগাওয়াট।এছাড়া শুস্ক মৌসুমে বরিশালে সর্বাধিক চাহিদা ১১৪ মেগাওয়াট এবং শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা ৬০-৭০ মেগাওয়াট।পিজিসিবি’র বরিশাল গ্রীড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আকতারুজ্জামান পলাশ জানান, বরিশাল-ভোলা জাতীয় গ্রীড লাইনের গৌরনদীতে একতলা একটি ভবনের ছাদে দাড় করানো রডের কারনে ফ্লাশ ওভার হয়।এতে সার্কিট-২ ট্রিপ করে।এরপর ওভারলোডের কারণে সার্কিট-১ ও ট্রিপ করে।সিস্টেম জেনারেশন আউট হয়ে কিছু সময় পর লোড হওয়া শুরু করে।তবে ভোলার দুটি এবং বরিশালের সামিট পাওয়ার প্লান্টের সিস্টেম জেনারেশন জাতীয় গ্রীডে স্বাভাবিকভাবে সরবরাহ হতে সময় লাগে।এ কারণে জাতীয় গ্রীডে বিদ্যুত ঘাটতি হওয়ার প্রভাবে দক্ষিণাঞ্চলে লোডশেডিংয়ে পড়েছে।

 

 




Archives
Image
আগামী ১২ ফেব্রুয়ারিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রধান উপদেষ্টা
Image
শীতের রাতে চুলকানি বাড়ে কেন? জানুন সমাধান
Image
থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০
Image
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
Image
বরিশালের ঐতিহ্যবাহী লালার দীঘির পাড় দখল করে হাউজিং প্রকল্প