প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে নির্মানের দুই মাসের মাথায় ভেঙ্গে পড়লো গাইড ওয়াল
Thursday February 17, 2022 , 11:40 am
এলাকাবাসী জানায়, অপরিকল্পিতভাবে গাইড ওয়াল নির্মানের ফলে সরকারি অর্থের অপচয়
পিরোজপুরের কাউখালীতে নির্মানের দুই মাসের মাথায় ভেঙ্গে পড়লো গাইড ওয়াল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশের রাস্তা এবং চিরাপাড়া ব্রিজের উত্তর পাশে রাস্তার ঢালে গাইড ওয়াল বালু ফেলার সময় নির্মানের দুই মাসের পড়ে ভেঙ্গে পরে। অপরিকল্পিতভাবে গাইড ওয়াল নির্মানের ফলে সরকারি অর্থের অপচয় হয়েছে বলে এলাকাবাসী জানায়। খেলার মাঠ রক্ষা ও রাস্তার ভাঙ্গন ও মাঠকে সুরক্ষার জন্য গত দুই মাস পূর্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্তবধানে নাম মাত্র প্রকল্প দেখিয়ে স্থানীয় মজনু রাজমিস্ত্রী দারা নরবরে একটি গাইড ওয়াল তৈরী করা হয়। এই গাইড ওয়ালের ভিতর বুধবার দুপুরে মেশিনের সাহায্যে বালু ফেলানোর সময় গাইড ওয়ালের মূল অংশ ভেঙ্গে পড়ে। গাইড ওয়াল নির্মানের রাজমিস্ত্রী মজনু জানান, গাইড ওয়াল করার জন্য ঠ্যাক দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু মাঠের ভিতর ঠ্যাক না দেওয়ার কারণে এ গাইড ওয়াল ভেঙ্গে পড়েছে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলামের মুঠোফোনে বার বার কল করলেও তিনি ফোনটি রিসিভ করেনি।