Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ২৩, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন 
Saturday February 12, 2022 , 1:47 pm
Print this E-mail this

চিরাপাড়া ইউনিয়নের বেকুটিয়া ফেরিঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রির্পোট : পিরোজপুরের কাউখালীতে রাস্তা সংস্কারের  দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় শনিবার (ফেব্রুয়ারি ১২) এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সকাল ১১টায় স্থানীয়দের উদ্যোগে উপজেলার চিরাপাড়া ইউনিয়নের বেকুটিয়া ফেরিঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন-স্থানীয় মুনসুর হাওলাদার, জেলাল হাওলাদার, মো: সুলতান হাওলাদার, আব্দুস সালাম সর্দার প্রমুখ। স্থানীয়রা জানান, ওই এলাকার বনফুল ক্লাব থেকে বিউটির বাড়ির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ভেঙ্গে চরমভাবে ঝুঁকিপূর্ণ  হয়ে পড়েছে। স্থানীয়দের চলাচলে মারাত্মকভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। ওই এলাকার বিজয়নগর, বেকুটিয়া, কেশরত ও নিলতি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ চলাচলের সমস্যা হচ্ছে। বর্ষাকালে তাদের নৌকায় চলাচল করতে হয়। এতে ওই এলাকার বিজয়নগর আলেম মাদরাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয় সহ দক্ষিন নিলতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে মারাত্মকভাবে সমস্যা হচ্ছে বলে তারা জানান। স্থানীয় দক্ষিন নিলতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো: শহিদুল ইসলাম জানান, বেকুটিয়া ফেরিঘাট থেকে বিউটির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ভেঙ্গে নদীতে গেছে। বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুলে বা মাদরাসায় যেতে পারেন না। স্থানীয় ইউপি মেম্বার (৭ নম্বর ওয়ার্ড) আব্দুল আলিম জানান, বিষয়টি উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়াকে জানানো হলে তিনি ওই কাজের জন্য বরাদ্দ এনে কাজ না করে বরাদ্দ আত্মসাত করেছেন। স্থানীয়রা অভিযোগ করে আরো জানান, ওই কাজের টাকা  উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও উপজেলা চেয়ারম্যান কাজ না করে টাকা আত্মসাত করেছেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া এমন অভিযোগ অস্বীকার করে জানান, সেখানের কোন বরাদ্দ উত্তোলন করিনি। কাজ শেষ হবে, পরে বরাদ্দ উত্তোলন করা হবে। তবে ভাইস চেয়ারম্যান সুমন ওই অভিযোগ অস্বীকার করে জানান, এ ব্যপারে তিনি কিছুই জানেন না।




Archives
Image
দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ
Image
হাদি-দীপু হত্যার বিচার চাইল কংগ্রেস-বিজেপি-বিশ্ব হিন্দু পরিষদ
Image
বরিশালে সরকারি খাল দখলকারীকে জেল
Image
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Image
দীপু হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন