|
একদিন কুয়াকাটার মানুষ শতভাগ শিক্ষিত হবে-পৌর মেয়র, আনোয়ার হাওলাদার
“কুয়াকাটা সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট” কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো পর্যটন নগরীতে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার’র উদ্যেগে “কুয়াকাটা সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট” কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনার শুভ উদ্ভোদন করেন। শপথের ১ বছরেই মধ্যে পৌর মেয়র তার নির্বাচনীয় ইশতেহারে দেওয়া কথা রাখলেন। কুয়াকাটা পৌর ৮নং ওয়ার্ড এলাকার পাঞ্জুপাড়ায় শুক্রবার (ফেব্রুয়ারি ৪) সকাল ১০ টায় “কুয়াকাটায় সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ’র” ভিত্তি প্রস্তর স্থাপনার শুভ উদ্ভোদন করা হয়। এসময়ে কুয়াকাটা পৌর ও আশেপাশ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷ ভিত্তি প্রস্তর স্থাপনা শেষে কুয়াকাটা পৌর মেয়র, আনোয়ার হাওলাদার তার বক্তব্যে বলেন, দক্ষতাপূর্ণ একটি দেশ যদি যথেষ্ট সায়েন্স এন্ড টেকনোলজি নির্ভর হয়, নিঃসন্দেহে তা উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে। আমার বাল্যকাল থেকে স্বপ্ন বুনেছি, মহান আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে কুয়াকাটাকে এমন শিক্ষাকেন্দ্র হিসেবে তৈরি করব। যেখানে প্রত্যেকটি মানুষ দক্ষ হিসেবে গড়ে উঠবে৷ দেশ ও দশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিবে। পৌর মেয়র আরো বলেন, যে স্বপ্ন বাস্তবতার জন্য লড়াই করে যাচ্ছি। আমি খুবই ভাগ্যবান, আমার এলাকার মানুষ এই স্বপ্ন পূরণে তাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একদিন কুয়াকাটার মানুষ শতভাগ শিক্ষিত হবে, দক্ষতার সাথে নিজেদের উন্নয়নের পাশাপাশি এই দেশের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখবে। ইনশাআল্লাহ, আরো দুটি “কুয়াকাটা ওমেন’স কলেজ” ও “কুয়াকাটা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠানের স্থাপনা তৈরি করার স্বপ্ন নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এসময় ওই সভায় উপস্থিত আরো বক্তব্য রাখেন-মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ নেছার হাওলাদার, সাংবাদিকদ, হোসাইন আমির, আশ্রাব আলী শিকদার, কাউন্সিলর ৫, আবুল ফরাজী, তোফায়েল আহমেদ তপু, মাওঃ মাঈনুল ইসলাম। সভাপতিত্ব জমি দাতাদের পক্ষে হাজী আইউব আলী শিকদার, সঞ্চালনা করেন এমএ বারী আজাদ। “কুয়াকাটায় সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ’র” জমি দাতা আলহাজ্ব আইউব আলী শিকদার, আশ্রাফ আলী শিকার, কাইয়ুম শিকদার, আঃ মন্নান হাওলাদার, মোঃ হাবিবুর রহমান হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার, মোঃ মোতালেব হাওলাদার, সুলতান হাওলাদার, মোঃ ছোমেদ শিকদার ও সোহরাব খাঁ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্বারি কেএম মনিরুজ্জামান।
Post Views: ০
|
|