Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ৯, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে একটি কালভার্টের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 
Thursday December 23, 2021 , 2:36 pm
Print this E-mail this

ঝুঁকিপূর্ণ এ কালভার্টটি মরণ ফাঁদে পরিণত, বিদ্যালয়ে যেতেই চায় না শিক্ষার্থীরা

বরিশালে একটি কালভার্টের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


রাহাদ সুমন, অতিথি প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় একটি কালভার্টের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারী লাল একাডেমি ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়। বুধবার (২২ ডিসেম্বর) স্থানীয় সরকারি বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ আয়রণ কালভার্টের ওপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল-আমাদের চলাচলের একমাত্র কালভার্টটি পুনঃনির্মাণ করে দিন, আমরা দুর্ঘটনার শিকার হতে চাই না, আমরা দুঘর্টনায় পতিত হলে তার দায় কে নেবে? মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয় দৃষ্টি দিন। শিক্ষার্থীদের মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, দুটি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় সামাজিক সংগঠন চন্দ্রা ফাউন্ডেশন এবং অভিভাবকরা। তারা বলেন, ঝুঁকি নিয়ে শিক্ষার্থী-শিক্ষকসহ এলাকাবাসী এ আয়রন কালভার্টের ওপর দিয়ে চলাচল করে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম হয়।

ঝুঁকিপূর্ণ এ কালভার্টটি মরণ ফাঁদে পরিণত হওয়ায় শিশু শিক্ষার্থী, নারী,অসুস্থ রোগী ও বৃদ্ধজনের ভোগান্তির যেন শেষ নেই। অভিভাবকরা বলেন, প্রাথমিক পর্যায়ের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) শ্রেণীর শিক্ষার্থীরা এ বেহাল হয়ে পড়া কালভার্টের ওপর দিয়ে বিদ্যালয়ে যেতেই চায় না। কালভার্টটির ওপরে উঠলেই এটি দুলতে থাকে, অধিকাংশ স্লাব ভেঙে যাওয়া  এবং এর দুপাশে কোন রেলিং না থাকায় শিক্ষার্থীরা এর ওপর থেকে চলাচলে আতকে ওঠে। তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির কাছে অচিরেই ঝুঁকিপূর্ণ কালভার্টটি মেরামত কিংবা পাকা কালভার্ট নির্মাণ করে দেয়ার আবেদন জানান।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী