Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৪:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কাউন্সিলর সোহেলের শরীরে ১০টি গুলি করে মুখোশধারীরা 
Monday November 22, 2021 , 10:14 pm
Print this E-mail this

এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে

কাউন্সিলর সোহেলের শরীরে ১০টি গুলি করে মুখোশধারীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল (৫২) সহ দু’জনকে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এরমধ্যে কাউন্সিলরের মাথা ও শরীরে অন্তত ১০টি গুলি করেছে তারা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, কাউন্সিলর সোহেল আমাদের দলের একজন জনপ্রিয় নেতা ছিলেন। তার মাথা ও শরীরে অন্তত ১০টি গুলি করা হয়েছে। তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এ হামলার সঙ্গে যারাই জড়িত রয়েছে, আমরা তাদের বিচার চাই। এ ঘটনায় কাউন্সিলরের সহযোগী হরিপদ সাহা (৫৫) নিহত হয়েছেন। তিনি নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার বাড়ি সদর উপজেলার নবগ্রাম এলাকায়। স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকার একটি গ্রুপ আধিপত্য বিস্তার, বালু মহাল, ঠিকাদারি কাজসহ নানা কারণে কাউন্সিলর সোহেলের ওপর ক্ষুব্ধ ছিল। তাই তাকে হত্যার জন্য গুলি চালানো হয়। তবে এ ঘটনার পেছনে কী, কী কারণে ঘটেছে, নিশ্চিত করে বলেনি পুলিশ। রাতে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কাউন্সিলর সোহেলের ওপর কেন গুলি করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব) ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, কুমিল্লায় গুলির ঘটনায় একজন কাউন্সিলরসহ দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কাউন্সিলর সোহেল সোমবার সন্ধ্যায় তার ব্যক্তিগত কার্যালয়ে স্থানীয় কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় মুখোশধারী আট থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। সন্ত্রাসীরা কাউন্সিলরসহ কয়েকজনকে গুলি করার পর আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় তাদের ওপরও গুলি করা হয়।সোহেলের পুরো নাম সৈয়দ আহাম্মদ সোহেল। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা সিটির প্যানেল মেয়রও ছিলেন। ২০১২ ও ২০১৭ সালে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র হয়েছিলেন। তার বাড়ি নগরের সুজানগর এলাকায়। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ