Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে বরিশালে মহিলা সমাবেশ 
Thursday November 18, 2021 , 5:20 pm
Print this E-mail this

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে বরিশালে মহিলা সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে বরিশাল নগরীতে মহিলা সমাবেশ করেছে জেলা তথ্য অফিস। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম। গতকাল বুধবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার প্রমুখ। সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার লেলিন বালা। সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত মাহফুজা নামের এক উপকারভোগীর সাথে কথা বলেন। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে দারিদ্রতার অবসান ঘটিয়েছেন।অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ উদ্যোগের বিষয়ে প্রামাণ্য চিত্রে জানানো হয়, এ পর্যন্ত প্রায় নয় লাখ পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিয়নে ছয় হাজার ৬৮৬টি ডিজিটাল সেবাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ডিজিটাল সেবাদান কেন্দ্র থেকে ২৭২ ধরণের ডিজিটাল সেবা প্রদান করা হয়। দেশের ৯৯ দশমিক ৭৫ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করছেন। বিগত এক বছরে বিদ্যুতের এক কোটি নতুন সংযোগ দেওয়া হয়েছে। সৌর বিদ্যুতের আওতায় এসেছে দুই কোটি মানুষ। দেশের সাড়ে ১৩ লাখ কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন পাঁচ লাখ মানুষ স্বাস্থ্য সেবা নিচ্ছে এবং ৩১ প্রকার ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও বেগবান করার জন্য কমিউনিটি ক্লিনিককে চার রুমে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারীভাবে ১১৯ ধরণের নিরাপত্তা ভাতা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এ ১০টি উদ্যোগ শতভাগ সফল হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক হবে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন