Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা নিয়ন্ত্রণে, তবে মাস্ক পরতেই হবে : স্বাস্থ্য অধিদপ্তর 
Sunday October 3, 2021 , 10:10 pm
Print this E-mail this

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ডা: মো: নাজমুল ইসলাম

করোনা নিয়ন্ত্রণে, তবে মাস্ক পরতেই হবে : স্বাস্থ্য অধিদপ্তর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা: মো: নাজমুল ইসলাম। তবে, এ নিয়ে আত্মতৃপ্তির কোনো কারণ নেই বলে সতর্ক করেছেন তিনি। নিয়মিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ডা: মো: নাজমুল ইসলাম। রোববার (৩ অক্টোবর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেছেন, ‘ধীরে ধীরে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমছে। আমরা মনে করি, বর্তমান পরিসংখ্যান বিবেচনায় করোনার সার্বিক পরিস্থিতি স্বস্তিদায়ক। গত দুই-তিন সপ্তাহ ধরে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা সবার মধ্যে এক ধরনের স্বস্তি ফিরিয়ে আনছে।’ তিনি বলেন, ‘গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৪ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ অবস্থা ধরে রাখতে হলে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সবার চেষ্টায় সংক্রমণের হার আরও কমানো সম্ভব হবে।’ ডা: মো: নাজমুল ইসলাম জানান, গত এক সপ্তাহে সারা দেশে ১ লাখ ৭৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা হয়েছে, যা তার আগের সপ্তাহের চেয়ে ৭ হাজার ৫৮১টি কম। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৭৩ জনের, যা তার আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৪৯ জন কম রোগী মারা গেছে। অর্থাৎ পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ মৃত্যু কমেছে। অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘এ মুহূর্তে গোটা বিশ্বে করোনা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেকখানি নিয়ন্ত্রণে আছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও তার সুফল পাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাইরে বের হলে সবাইকে মাস্ক পরতে হবে অবশ্যই।’




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার