সোমবার (সেপ্টেম্বর ২৭) সকাল ১১ টায় কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শনকালে থানার সকল অফিসার-ফোর্সদের ভূয়শী প্রশংসা করে পুলিশ কমিশনার বিএমপি মো: শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুসারে বর্তমান সময়ে বিট পুলিশিং’র মাধ্যমে তোমরা যেভাবে মানুষের নানান ধরনের হাজারো সমস্যার সামাজিক সমাধান করে চলছো তা সর্বমহলে প্রশংসিত । পারিবারিক কলহ, সামাজিক সমস্যা, জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব, কিশোর অপরাধ সহ নানান ধরনের অপরাধ দানা বাধার আগেই বিট পুলিশিং’র মাধ্যমে তোমরা যেভাবে অপরাধকে সমূলে নির্মূল করে সুষ্ঠু ও সুন্দর সামাজিক সমাধান করছো সত্যি তা প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে গ্রহন করেছে নানান ধরনের পদক্ষেপ। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, মসজিদভিত্তিক সচেতনতামূলক প্রচারণা, গণশুনানি, শহরের গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন, ভার্চুয়ালি রয়েছে-ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ওয়েব পেজ, হ্যালো বিএমপি অ্যাপস, ইনস্টাগ্রাম, টুইটার, ডিজিটাল সার্ভিলেন্স এর জন্য নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কমান্ড এন্ড কন্ট্রোল রুম। প্রযুক্তির এ সকল উৎকর্ষতাকে কাজে লাগিয়ে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে তোমরা হবে সমাজের মডেল ব্যক্তি এবং কোতোয়ালি মডেল থানা হবে সেবা প্রদানের একটি মডেল প্রতিষ্ঠান। এসময় তিনি কোতয়ালী মডেল থানার যাবতীয় কার্যক্রম-খতিয়ান বহি, গুরুত্বপূর্ণ রেজিষ্টার সমূহ, নারী-শিশু ডেস্ক, মামলার নথিপত্র সহ নানান ধরনের কার্যক্রম পরিদর্শন শেষে সকলকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে থানার পরিদর্শন বইতে নোট করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) বিএমপি, মােহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পলিশ কমিশনার (কাইম এন্ড অপারেশনস্) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ পুলিশ কমিশনার, (দক্ষিণ), মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), বিএমপি, বরিশাল, মােসাঃ শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি/বন্দর জোন), মােঃ ইব্রাহীম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার/এস্টেট ট্রান্সপাের্ট), মো: নুরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা সহ থানার সকল অফিসার-ফোর্সবৃন্দ।