Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত, চলছে সদস্য সংগ্রহ 
Friday September 24, 2021 , 8:18 pm
Print this E-mail this

নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াতে হবে, কারণ সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত, চলছে সদস্য সংগ্রহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পেশাদার সাংবাদিকদের কর্মক্ষেত্র সুরক্ষার লক্ষ্যে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষে সদস্য ফরম বিতরন শুরু করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। আগ্রহী সাংবাদিকদের সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে ফরম সংগ্রহের অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও হয়রানীর শিকার সাংবাদিকদের বিনামূল্যে আইনী সহায়তা দিতে তিন জন বিজ্ঞ আইনজীবিকে এসংগঠনের লিগ্যাল এ্যাডভাইজার হিসেবে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (সেপ্টেম্বর ২৪) সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় মাদার প্রতিষ্ঠান বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কর্নধর আহমেদ আবু জাফর ভিডিও কানফারেন্সে সংযুক্ত হন। সে সময় তিনি বলেন, যে সংবাদকর্মীরা সাংবাদিক বান্ধব তাদেরকে সংগঠনের সাথে সমপৃক্ত করে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াতে হবে। কারণ সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। সাংবাদিকরা যদি আত্মমর্যাদা নিয়ে কাজ না করতে পারে তাহলে এদেশের জনগন হায়নাদের ধারা ক্ষতিগ্রস্থ হবে। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন-সহ-সভাপতি আফসার উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম আর মন্টু, দপ্তর সম্পাদক- এম আর শুভ, প্রচার সম্পাদক-লিটন বায়েজিদ, পাঠাগার সম্পাদক-রিয়াজ আকন প্রমূখ।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল