Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৩:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমে রোগীদের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমান পথ্যসহ এক নারী কর্মচারী আটক 
Tuesday September 7, 2021 , 9:30 pm
Print this E-mail this

লাকির বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ, এর সাথে সরাসরি পথ্য বিভাগের অসাধু কর্মচারীরা জড়িত রয়েছে

বরিশাল শেবাচিমে রোগীদের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমান পথ্যসহ এক নারী কর্মচারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমান পথ্যসহ এক নারীকে আটক করেছে জনতা। আটককৃত লাকি বেগম নগরীর কেডিসি এলাকার বাসিন্দা আলমগীরের স্ত্রী ও পথ্য বিভাগের অস্থায়ী কর্মচারী। মঙ্গলবার সন্ধ্যায় মেডিকেলের ৫তম তলায় অবস্থিত পথ্য বিভাগ থেকে চুরি করে নেয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে পুলিশ ও জনতা মেডিকেলে ভর্তি থাকা রোগীদের জন্য বরাদ্দকৃত অর্ধশতাধিক ডিম, সয়াবিন তেল, চাল, আলু, পেয়াজ, মাংশ উদ্ধার করা হয়। আটক করার ঘটনা বরিশাল শেবাচিম’র পরিচালক ডা: সাইফুল ইসলাম জানতে পেরে প্রশাসন ও হাপাতালের ওয়ার্ড মাস্টারকে লাকির বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। এ সময় আটককৃত লাকি বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, চুরিকৃত মালামাল পথ্য বিভাগের বাবুর্চি খায়রুলের কাছ থেকে কম দামে কিনে নিয়েছি।তিনি আরও জানান, ঘটনাটি আমি শুনতে পেরে সাথে সাথে লাকির বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছি। অভিযোগ রয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত পথ্য প্রতিনিয়ত বাইরের লোকের নিকট বিক্রি করে দেয়া হয়। এর সাথে সরাসরি পথ্য বিভাগের অসাধু কর্মচারীরা জড়িত রয়েছে। তারাই কম দামে বাইরের লোকের নিকট বিক্রি করে দেয়। পথ্য বিভাগে ৩ শিফটে ডিউটিরত স্থায়ী কর্মচারীরা অস্থায়ী কর্মচারীদের মাধ্যমে পথ্য চুরির করার কাজ করে। হাসপাতালে এনএসআই’র দায়িত্বরত আবুল বাশার জানান, পথ্য বিভাগের খায়রুলকে এরপূর্বেও ৫ কেজি মাংশসহ আটক করা হয়। ভবিষ্যতে আর এমন কাজ করবে না মর্মে খায়রুল মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। লাকিকে আটকের বিষয়ে পথ্য বিভাগে দায়িত্বরত ডায়েটিশিয়ান জাকির হোসেন জানান, তাকে পুলিশে সোপর্দ করা হবে। এ বিভাগের কেউ অনিয়ম করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ