Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, তিন বন্ধু দগ্ধ 
Wednesday September 1, 2021 , 9:34 pm
Print this E-mail this

তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে প্রেরণ

রাজধানীর হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, তিন বন্ধু দগ্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর হাতিরঝিলের মহানগর এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ হয়েছেন। তারা হলেন-আল কাবির (২১), ফরহাদ আকাশ মইন (২১) ও সিয়াম (১৮)। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় তিন বন্ধু দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, হাতিরঝিল থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।তিনি তিনি আরও জানান, সিয়ামের ১৫ শতাংশ, ফরহাদ আকাশ মইনের ২৪ শতাংশ ও আল কবির ৪ শতাংশ দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজনের বন্ধু মাহি নাজমুস সাকিব বলেন, আমাদের সবার বাড়ী ঝিনাইদহ। আমার বন্ধু আল কবিরের বারডেম হাসপাতালে ভাইভা ছিল। ভাইভা শেষে আমরা চার বন্ধু হাতিরঝিলে ঘুরতে যাই। ওরা তিনজন হাতিরঝিলের একটি ট্যাংকের ওপর বসে ছিল। আমি একটু নিচে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলী বের হয়। সঙ্গে সঙ্গে তারা পানিতে নেমে যায়। পর সেখান থেকে বার্ন ইউনিটে নিয়ে এসেছি। তিনি আরও জানান, আমার বাসা মিরপুরে। আল কবির আমার বাসায় ভাইভার জন্য এসেছে। মইন এসেছে নবীনগর থেকে। আর সিয়াম এসেছে মগবাজার থেকে। আমরা সবাই একত্রিত হয়েছিলাম হাতিরঝিলে। হঠাৎ বিস্ফোরণে সব এলোমেলো হয়ে গেল।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার