Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”-শ্লোগানে বনায়ন কর্মসূচির উদ্বোধন 
Wednesday August 11, 2021 , 5:54 pm
Print this E-mail this

শুধু বৃক্ষরোপণ করলেই হবে না বরং রোপিত বৃক্ষ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে-আইজিপি

“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”-শ্লোগানে বনায়ন কর্মসূচির উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”-শ্লোগানে বুধবার (আগস্ট ১১) বেলা ১২ টায় পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষ থেকে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বাংলাদেশ পুলিশ কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন, পুলিশের মহাপিরদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই তিনি শোকাবহ এই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করেন ২৫ শে মার্চ কালরাতে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপ করা সকল শহীদ পুলিশ সদস্যগণ সহ ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশ পুলিশ, পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) কর্তৃক দেশব্যাপী প্রায় এক কোটি গাছ লাগানোর গৃহীত সামাজিক বনায়ন কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে এ সময় তিনি বলেন, পুনাক দেশের প্রায় সকল ইউনিটে পুলিশ পরিবারের কল্যাণসাধন ও সেবা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি করোনাকালে প্রায় প্রতিরাতেই পুনাক অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেছে, রমজান মাসে ইফতার বিতরণ করেছে, বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে টঙ্গিপাড়া গিয়ে সাধারণ ও অসহায় মানুষদের নিয়ে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেছে। এ সময় তিনি পুনাক কর্তৃক গৃহীত সামাজিক বনায়ন কর্মসূচির ভূয়শী প্রশংসা করে বলেন, এই কর্মসূচি সবুজ বাংলাদেশকে আরো সবুজতর করার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে। তবে অন্যান্য বৃক্ষের চেয়ে ফলজ বৃক্ষ বেশি রোপন করতে হবে যাতে করে পশুপাখি ও প্রাণী সম্পদের বৈচিত্র ফিরে আসে।
তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না বরং রোপিত বৃক্ষ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে।
এসময় তিনি পুনাক সভানেত্রী জীশান মির্জাকে পুলিশ পরিবারের কল্যাণ ও সেবা নিয়ে কাজ করার পাশাপাশি সর্বসাধারণের কল্যাণ নিয়ে কাজ করার আহবান জাাানান। অতঃপর বেলা ১২:৪০-এ সারাদেশের ন্যায় একযোগে বরিশাল মহানগর পুলিশের নির্মাণাধীন পুলিশ লাইনস চত্বর, রুপাতলিতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন-বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মোহাম্মদ নজরুল হোসেন, ফয়জুন নাহার (সহধর্মিণী মোহাম্মদ নজরুল হোসেন), উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন খাঁন মোহাম্মদ আবু নাসের, পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের), ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন রাসেল সহ অন্যান্য কর্মকর্তা ও পুনাক নেতৃবৃন্দ।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী