Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর সুমন ওরফে কালুর হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন 
Tuesday April 17, 2018 , 8:15 pm
Print this E-mail this

ইসমাইল কিলার খুনি পরিচয়ের বাহিরে সে একজন পেশাদারী মাদক ব্যাবসায়ীর পাশাপাশি একজন ইভটিজার

বরিশাল নগরীর সুমন ওরফে কালুর হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন


বরিশাল নগরীর ৩নং চরবাড়িয়া ইউনিয়নের মোঃ হেসেনের ছেলে মোঃ সুমন হাওলাদার ওরফে (কালুর) হত্যাকারী (আটক) মোঃ ইসমাইল হোসেনের ফাঁসির দাবীতে নগরীর প্রান কেন্দ্র সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চরবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগন। আজ (১৭-০৪-১৮) মঙ্গলবার সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান টিপুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন কালে কালুর হত্যাকারী ও এলাকার চিহ্নিত সিরিয়াল কিলার হিসাবে পরিচিত মোঃ ইসমাইল হোসেনের ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, রুস্তুম আলি হাওলাদার, মোঃ জালাল মিয়া, আং মন্নান কিরন, মোসাঃ মালেকা বেগম, আয়ূব আলি হাওলাদার, মোঃ হোসেন ও মঈন সিকদার প্রমুখ। এসময় মানববন্ধন কর্মসূচি থেকে হ্যান্ডবিল প্রচার করা হয় তা থেকে জানা যায় ২০০৪ সালে প্রথম তার ভাগ্নি জামাই আনোয়ার হোসেন (২৫) কে খুন করেন, ২০১৫ সালের ২৮ই নভেম্বর বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে বাড়া বাসায় অবস্থান করা কিলার ইসমাইলের বোন মোসাঃ মুকুল বেগম ও বোন জামাই মোঃ খালেককে রাতে নৃশংস ভাবে হত্যা করে। এছাড়া চলতি বছরের ২২ই মার্চ দিবাগত রাতে ইসমাইল হাওলাদার সুমন ওরফে কালুকে হত্যা করে ইসমাইল কালুর বাড়ির একটি জামরুল গাছের সাথে তাকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। এছাড়াও এলাকায় ইসমাইল কিলার খুনি পরিচয়ের বাহিরে সে একজন পেশাদারী মাদক ব্যাবসায়ীর পাশাপাশি একজন ইভটিজার তার যন্ত্রনায় এলাকার কোন মেয়ে শিক্ষার্থী স্কুল-কলেজে যেতে পারে না। ইসমাইল একজন পেশাদার কিলার খুনি হওয়ার কারনে তার সাথে কেহ ঝগড়া বিরোধে যেতে চায় না।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল আবাসিক হোটেল স্বাগতমে অভিযান, ৬০ পিস ইয়াবাসহ আটক ১
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান