Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে এক স্বমিল শ্রমিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 
Saturday July 10, 2021 , 6:19 pm
Print this E-mail this

রুবেলকে শেবাচিমে ভর্তি, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান

বরিশাল নগরীতে এক স্বমিল শ্রমিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে স্বমিল শ্রমিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (জুলাই ১০) সকাল ৯ টায় ইসলামী হাসপাতাল সংলগ্ন লতিফ মোল্লার স্বমিলের সামনে এ ঘটনা ঘটে। আহতের নাম রুবেল হাওলাদার। সে ১০ নং ওয়ার্ড কেডিসি বালির মাঠ এলাকার বাসিন্দা ও মালেক হাওলাদারের ছেলে। ঘটনাস্থল থেকে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি আহতদের উদ্ধার করে রুবেলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রুবেল গুরুতর অবস্থায় হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।ধারালো অস্ত্রের আঘাতে রুবেলের মাথায় মারাত্মক জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতের স্ত্রী বিনা বেগম জানান, রুবেল ও তার ছোট ভাই রানা চাঁদমারি এলাকার লতিফ মোল্লার স্ব মিলের শ্রমিক হিসেবে কাজ করে। গত বৃহস্পতিবার বিকেলে স্বমিলের ভিতরে তুচ্ছ বিষয় নিয়ে রানার সাথে অপর শ্রমিক নাসিরের দ্বন্দ্ব হয়। পরে বিষয়টি স্বমিলের অন্যান্য স্টাফরা সমাধান করে দেয়। কিন্তু নাসির সমাধানের বিষয়টি মেনে না নিয়ে রানার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন শনিবার সকাল ৯ টায় এরই জের ধরে নাসিরের নেতৃত্বে স্বমিলের শ্রমিক সুমন, মাসুম, মামুন, হাসান সহ কয়েকজন রানার ওপর হামলা চালায়। রানার ডাক চিৎকারে বড় ভাই রুবেল তাকে বাঁচাতে আসলে সুমন, মাছুম, মামুন হাসান সহ অন্যান্যরা হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রুবেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে তৌহিদুল ইসলামের নামে একজন হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন