Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৪:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নায়িকা কত টাকা ইনকাম করলে ৫ কোটির গাড়ি, মাসে দুইবার সিঙ্গাপুরে যায়? প্রশ্ন : অরুণা বিশ্বাসের 
Wednesday June 30, 2021 , 9:30 pm
Print this E-mail this

আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি, যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি-পরীমনি

নায়িকা কত টাকা ইনকাম করলে ৫ কোটির গাড়ি, মাসে দুইবার সিঙ্গাপুরে যায়? প্রশ্ন : অরুণা বিশ্বাসের


মুক্তখবর বিনোদন ডেস্ক : একটা শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটির গাড়ি-চার কোটির গাড়ি কেনে? কত টাকা ইনকাম করলে মাসে দুইবার সিঙ্গাপুর যায়? এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন দেশের চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। একটি রেডিও অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন প্রশ্ন করেন তিনি। এ-ও বলেন তিনি, যে প্রশ্ন সাংবাদিকদের করা উচিত ছিল, যে বিষয়টি দুদকের করা উচিত ছিল সেটা আজ তাকে করতে হলো।  অরুণা বিশ্বাস বলেন, ‘বর্তমান সময়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়ক, কই শাকিব তো এমন শো অফ করতে পারে না।’ তানভীর তারেকের উপস্থাপনায় জাগো এফএম-এর রাতাড্ডা নামক অনুষ্ঠানে এসে এসব প্রশ্ন তোলেন একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। একসময়ের রুপালি পর্দার জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস নিজের পার্টি সম্পর্কে বলেন, আমার পার্টি মানে কিন্তু ক্লাব টেলাব না। আমার পার্টি মানে রাতে বাইরে যাওয়া না। আমার পার্টি হলো ঘরে। আমার পার্টি হলো ভাত, মাছ, পোলাও, মাংস, ঘরে আড্ডা মারা- এই পর্যন্তই। আমি ক্লাবে যাই না। আমি ক্লাব চিনিও না। হয়তো প্রফেশনাল কারণে যাই। সিনেমার কোনো প্রগ্রাম আয়োজন করা হলে যাই। কিন্তু মাথায় ক্লাব থাকে না। অরুণা বলেন, গার্ডিয়ানলেস হলে তো একটা বিষয় থাকেই। পারিবারিকভাবেই তো অনেকে গার্ডিয়ানলেস। অনেকের গার্ডিয়ান নেই। আমার বাবা ছিল না। তাই বলে কিন্তু আমার পদস্খলন হয়নি। এখন বলতেই পারো পার্টিতে গেলে খারাপ নাকি, তা নয়। তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালান্সের প্রয়োজন আছে। স্ফুলিঙের ব্যাপারটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমি শিল্পী, আমার অনেক কর্তব্য রয়েছে। তিনি বলেন, আজকে শিল্পীদের নিয়ে কথা উঠছে। কিন্তু কেন কথা উঠছে? আগে কেন কথা ওঠে নাই? একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, পাঁচ কোটি টাকার গাড়ি কিনতে পারে। আমি বলছি, আমার ১০-১২টা ছবি করার পরে একটা গাড়ি কিনতে হয়েছে। তা-ও অনেক কম দামে, ঝক্কি-ঝামেলা পোহানোর পরে। আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন তুলে অরুণা বিশ্বাস বলেন, অনেকেই বলতে পারে আমি জেলাস। হ্যাঁ, আমি জেলাস। যে মেয়েকে আমি দেখেছি ১০০ টাকার জন্য দাঁড়িয়ে থাকতে, সেই মেয়ে যখন কদিন পরে ছয় তলা বাড়ির মালিক হয়ে যায়। প্রতিদিন সিঙ্গাপুরে যাচ্ছে, এই প্রশ্ন সামাজিকভাবে কারো মনে প্রশ্ন আসে না?  দুদক আছে, কারো মনে প্রশ্ন আসে না? সাংবাদিকদের মনেও প্রশ্ন আসে না? তাহলে বলে নাই কেন, লিখে নাই কেন? এই দায়ভার সব শিল্পীর ওপর কেন আসবে।

এভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা জনের আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে বুধবার পরীমনি তার ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘সাবধান ও সতর্ক থাকবেন ভাইজান আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার। আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার কোন ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ।’




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ