Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ২:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার 
Wednesday June 30, 2021 , 7:32 pm
Print this E-mail this

তাকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

বরিশাল জেলায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার ২০২০-২১ পেয়েছেন হিজলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। প্রায় ১ বছর সময় ধরে তিনি হিজলা উপজেলায় কর্মরত আছেন। উক্ত ১ বছর ধরে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জানা গেছে, গতবছরের ১৩ জুন থেকে হিজলা উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলার সকল মানুষের কাছে তিনি প্রিয় হয়ে গেছেন। উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সমন্বয় সাধন করে কাজ করে চলছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরলস পরিশ্রম করে গেছেন। বুধবার (৩০ জুন) সকাল ১১ টায় বরিশাল জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপজেলা নির্বাহী অফিসার হিজলা বকুল চন্দ্র কবিরাজের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। তাকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান তিনি।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার