Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন – বরিশালে তথ্য সচিব 
Sunday April 1, 2018 , 1:49 pm
Print this E-mail this

গণমাধ্যম আছে বলে দুর্নীতি, অনিয়ম, অন্যায় থেকে আমরা রেহাই পাচ্ছি – তথ্য সচিব

প্রধানমন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন – বরিশালে তথ্য সচিব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশাসনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন জানিয়ে তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক বলেন, গণমাধ্যম আছে বলে দুর্নীতি, অনিয়ম, অন্যায় থেকে আমরা রেহাই পাচ্ছি। দুর্নীতি, অনিয়ম, অন্যায়ের কথা তথ্য প্রমাণ দিয়ে গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। শনিবার (৩১ মার্চ) রাতে শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য সচিব বলেন, সাংবাদিকতা দেশের সুশাসনের একটি স্তম্ভ। বর্তমান সরকার সাংবাদিকদের ৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই এই ওয়েজ বোর্ডের ঘোষণা দেওয়া হবে। প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক মিজানুর রহমান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ। এরআগে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ড আয়োজিত কৃতজ্ঞতা প্রকাশ ও মতবিনিময় সভায় তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বাউফল পৌর মেয়র জিয়া উল হক জুয়েলসহ অতিথিরা। সভার আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল মালেক ২০ নম্বর ওয়ার্ডে স্থাপন করা এলিডি বাল্বসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এদিকে দুপুরে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা।

 




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২