Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে চারটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৬ 
Wednesday May 12, 2021 , 9:30 pm
Print this E-mail this

গ্রেফতারকৃতদের অপরাধের রেকর্ড রয়েছে, তারা সংঘবদ্ধ চক্র

পটুয়াখালীতে চারটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৬


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীতে চারটি চোরাই মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ বুধবার সকালে মহিপুর থানা ও সদর থানায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- হালিম মুন্সি, বাচ্চু, আল আমিন, হালিম মুন্সির স্ত্রী কারিমা, আল আমিন (২), রাসেল ওরফে দুলু। আজ বিকেল সাড়ে ৩ টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান বলেন, দীর্ঘ দিন আগে বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা হুমায়ুনের সঙ্গে বরিশাল বসে  কুয়াকাটার প্রতারক রাকিবের বন্ধুত্ব হয়। রাকিব ৯ মে কুয়াকাটা বেরাতে আসার কথা বলে হুমায়ুনকে শহরের ছোট চৌরাস্তার হালিম মুুুন্সির বাসায় নিয়ে আসে। রাকিব হালিম মুুুন্সির বাসায় হুমায়ুনকে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হুমায়ুন সদর থানায় লিখত অভিযোগ দায়ের করেন। হুমায়ুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে সদর থানা ও মহিপুর থানা পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে। পরে চৌরাস্তার হালিম মুুুন্সির বাসা থেকে হুমায়ুনের মোটরসাইকেল (বরিশাল মেট্রো ল-১১-৫৫৬৫) উদ্ধার করা হয়। হালিমের বাসায় বৈধ কাগজ বিহীন আরো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় হালিম মুন্সি, বাচ্চু, আল আমিন, হালিম মুন্সির স্ত্রী কারিমাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, রাকিবের বাড়ি মহিপুর থানার গঙ্গামতি এলাকায় অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আল আমিন ও রাসেল ওরফে দুলুকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। চোর চক্রের দশজন সদস্যের সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, গ্রেফতারকৃত হালিম ও রাকিবের অপরাধের রেকর্ড রয়েছে। তারা সংঘবদ্ধ চক্র। তারা একেক স্থানে দুই-এক মাস বাসা রেখে চুরি কার্যক্রম পরিচালনা করছে। পূর্বে কোনো মামলা রয়েছে কিনা ও তাদের সঙ্গে আর কে কে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পটুয়াখালী সদর থানার মামলা নাম্বার ১৬ (৫) ২১।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২