সংক্ষিপ্ত আয়োজনে অর্ধ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বরিশালে ঈদে উপহার দিলো মাদক বিরোধী সংগঠন-দি নিউ লাইফ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে অসহায়-দরিদ্র ও কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাদক বিরোধী সংগঠন-দি নিউ লাইফ। বুধবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংক্ষিপ্ত আয়োজনে অর্ধ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, সেমাই, গুড়া দুধ, চিনি ও তেল সহ বিভিন্ন ঈদ সামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন-দি নিউ লাইফের ব্যবস্থপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক (প্রশাসন) ইয়াসির আরাফাত বাদশা, প্রোগ্রাম অফিসার মো: রাকিব খান, সুজয় দাস, জাহিদ আকনসহ অন্যান্যরা।