৬০ জন খেলোয়াড়দের প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান
খেলোয়াড়দের মাঝে বরিশাল জেলা প্রশাসকের আর্থিক অনুদান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। আজ শনিবার (১ মে) দুপুর ১ টার দিকে বরিশাল শহীদ আবদুর রব স্টেডিয়ামের অডিটরিয়ামে বসেই এ আর্থিক অনুদান প্রদান করা হয়। জানা গেছে, বরিশালে করোনার দ্বীতিয় ঢেউয়ের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত ৬০ জন খেলোয়াড়দের মাঝে এ আর্থিক অনুদান দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক আলমগীর হোসেন আলোসহ বরিশাল জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রত্যেক খেলোয়ারকে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসকের কার্যালয়।