|
হত্যা – ওবায়দুল হক
হত্যা
__________ওবায়দুল হক
আমাকে হত্যা বন্ধ করো
আমি এভাবে বাঁচতে চাইনি
নিয়মের অনিয়ম করে যাচ্ছো
আমি বোবা হলেও সৃষ্টিকর্তা অভিন্ন ;
আমার ভাষা তিনি ঠিকই বোঝেন
আর বোঝেন বলেই আমলে নেন !
শাহাবগে তোমাদের প্রিয়জনকে যে ফুল দাও
টিএসসিতে যেতে না যেতেই তা চলে যায় অন্যের হাতে
তোমরা হয়তো এই পলাবদলের খোঁজ রাখোনা
আমি রাখি ঠিকই
আমি বুঝতে পারি
একেকজনের ধরার ধরন একেক রকমের হয় বলে !
এই ফুল হাতে নিয়ে তোমরা যতো অপকর্ম করো
আমি সবকিছুর নিরব সাক্ষী ,
চলে একের পর এক সম্পর্কচ্ছেদ
কারো প্রেমিক কারো স্বামী
কারো প্রেমিকা কারো স্ত্রী।
তোমাদের কারো পা কেটে কখনো গছের সাথে গেঁথেছিল কেহ ?
তাহলে আমাকে কেন
কি কারনে আমাকে হত্যা করো
কেন কথায় কথায় শুধু ফুল উপহার দেয়ার কথা ভাবো পরিপূর্ণ একটি ফুল গাছের কথা ভাবনাতে রাখোনা
আমি পরিপূর্ণ গাছেই অনেক সুন্দর
হত্যা বন্ধ করো সম্পর্ক অটুট থাকবে
প্রকৃতির ওয়াদা কখনো মিথ্যে হয়না !
২১ এপ্রিল ২০১৭ || পুলিশ স্টাফ কলেজ, মিরপুর
Post Views: ০
|
|