|
| | | |
করোনার তাণ্ডব – কামরুন নাহার মুন্নী
করোনার তাণ্ডব
– কামরুন নাহার মুন্নী
পৃথিবীতে হাহাকার
অশ্রুর বন্যা,
কারো মরে পুত্র
মরে কারো কন্যা!
পিতা-মাতা ভাই-বোন
হারিয়েছে কতজন,
করোনার তাণ্ডবে
থামছে না ক্রন্দন!
প্রতিদিন মৃত্যুর
মিছিলটা বাড়ছে,
করোনা একাই সব
প্রাণগুলো কাড়ছে।
স্বাস্থ্যের বিধি মেনে
ঘরে বসে আছি সব,
থেকে থেকে শুনি শুধু
করোনারই তান্ডব।
চিকিৎসা চলছে
কেউ ভালো হচ্ছে ,
শনাক্ত হয়ে কেউ
ভয়ে দিন গুণছে!
দ্বিতীয় ঢেউটা এলো
প্রচণ্ড প্রতাপে,
বুক করে ধুকপুক
প্রাণটা ওঠে কেঁপে।
ও পাড়ার গেল কেউ
এপাড়ায়ও যাচ্ছে,
জানিনা কবে আমার
ফরমান আসছে!
করোনার ছোবলে
আর কত যাবে প্রাণ!
বেঁচে থাকা স্বপ্নটা
ভেঙে হলো খান খান।
করোনার তাণ্ডব
কবে হবে ক্ষান্ত?
সুস্থতা পেয়ে হবে
পৃথিবীটা শান্ত।
Post Views: ০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|