Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনার তাণ্ডব – কামরুন নাহার মুন্নী 
Thursday April 8, 2021 , 5:36 am
Print this E-mail this

করোনার তাণ্ডব – কামরুন নাহার মুন্নী


করোনার তাণ্ডব
– কামরুন নাহার মুন্নী
পৃথিবীতে হাহাকার
অশ্রুর বন্যা,
কারো মরে পুত্র
মরে কারো কন্যা!
পিতা-মাতা ভাই-বোন
হারিয়েছে কতজন,
করোনার তাণ্ডবে
থামছে না ক্রন্দন!
প্রতিদিন মৃত্যুর
মিছিলটা বাড়ছে,
করোনা একাই সব
প্রাণগুলো কাড়ছে।
স্বাস্থ্যের বিধি মেনে
ঘরে বসে আছি সব,
থেকে থেকে শুনি শুধু
করোনারই তান্ডব।
চিকিৎসা চলছে
কেউ ভালো হচ্ছে ,
শনাক্ত হয়ে কেউ
ভয়ে দিন গুণছে!
দ্বিতীয় ঢেউটা এলো
প্রচণ্ড প্রতাপে,
বুক করে ধুকপুক
প্রাণটা ওঠে কেঁপে।
ও পাড়ার গেল কেউ
এপাড়ায়ও যাচ্ছে,
জানিনা কবে আমার
ফরমান আসছে!
করোনার ছোবলে
আর কত যাবে প্রাণ!
বেঁচে থাকা স্বপ্নটা
ভেঙে হলো খান খান।
করোনার তাণ্ডব
কবে হবে ক্ষান্ত?
সুস্থতা পেয়ে হবে
পৃথিবীটা শান্ত।
কলেজ রো, বরিশাল
৭.৪.২১




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন