|
হারিয়ে যাওয়া জাদুশিল্প রক্ষায় সবাই জাদু দেখুন ও জাদুশিল্প রক্ষায় ভূমিকা রাখুন-প্রেমা অনন্যা
জাদুশিল্পী প্রেমা অনন্যার একক জাদু সন্ধ্যা
মুক্তখবর বিনোদন ডেস্ক : এ প্রজন্মের দর্শক নন্দিত জাদুশিল্পী প্রেমা অনন্যার এই প্রথম একক জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আগামী ২ এপ্রিল বিকেল ৫টায় সেগুনবাগিচাস্থ কঁচিকাচা মিলনায়তনে।

তার এই জাদু সন্ধ্যার আয়োজনকে ঘিরে প্রেমার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই অন্যরকম অনুভূতি কাজ করছে। টিভি ও মঞ্চে একাধিক অনুষ্ঠান করার অভিজ্ঞতা থাকলেও একক শো হিসেবে আমি ভিন্ন কিছু দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে চাই। বিশেষ করে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ আয়োজন। তাই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমার সবগুলো জাদু দেখিয়ে আমার অনুষ্ঠানটি নিবেদন করতে চাই। আমি বলবো, হারিয়ে যাওয়া জাদুশিল্প রক্ষায় সবাই জাদু দেখুন ও জাদুশিল্প রক্ষায় ভূমিকা রাখুন।’
Post Views: ০
|
|