মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বুধবার (১৭ মার্চ) বিকাল ৪ টাায় পটুয়াখালীর সাগর কন্যা কুয়াকাটায় মুজিব শতবর্ষে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল দেশে পদার্পণ’র শুভক্ষণে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শীর্ষক বালু ভাস্কর্য প্রদর্শনীর উদ্ধোধন করেন মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ, পুলিশ বরিশাল রেঞ্জ, বরিশাল। ডিআইজি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা সৌভাগ্যবান বঙ্গবন্ধুর মত ক্ষণজন্মা নেতা আমাদের এই দেশে জন্মেছিলেন। তিনি শুধু এই দেশের নয় সারা বিশ্বের অনুকরনীয় নেতা”। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে তুলে ধরেন। পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় পটুয়াখালীর কুয়াকাটায় বালুর ভাস্কর্য তৈরি করায় পটুয়াখালী জেলা পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি প্রদর্শনী শেষে পটুয়াখালী জেলা পুলিশের আয়জনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আতশবাজি ফুটানো হয়। এ সময় উপস্থিত ছিলেন-পটুয়াখালীর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, ট্যুরিস্ট পুলিশের বিভাগীয় প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সভাপতি ও সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুৃয়াখালী জেলা শাখা; উপজেলা চেয়ারম্যান, কলাপাড়া ও সদর উপজেলা, পটুয়াখালী; পৌর মেয়র, সদর, কলাপাড়া, কুয়াকাটা, গলাচিপা পৌরসভা; আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র, কুয়াকাটা পৌরসভা; ইউএনও এবং এসি (ল্যান্ড), কলাপাড়া উপজেলা; সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহিপুর ইউনিয়ন; মুক্তিযোদ্ধা কমান্ডার, কলাপাড়া উপজেলা শাখা; মহিলা ভাইস চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা পরিষদ; সভাপতি, কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা প্রেসক্লাব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।