তোমাকে ছুঁয়ে দেখা হয়নি আমার!
তবু বসত করো মস্তিষ্কের নিউরনে,
ছুটে চলো অবিরাম শিরা-উপশিরায়,
দ্রোহে-বিদ্রোহে প্রতিটি রক্তকনিকায়!
তোমার ভালোবাসা পাওয়া হয়নি আমার!
তবু দখল করেছো হৃদয়ের পুরোটা আসন,
আমার বিক্ষোভে-বিপ্লবে; প্রেমে-অভিমানে,
মিশে আছো চেতনায় প্রজন্ম থেকে প্রজন্মে..!