|
| | | |
কোন আশ্বাসে – ওবায়দুল হক
কোন আশ্বাসে
_______________ওবায়দুল হক
জীবনের বারোমাস
কেউ নেই পাশে,
চোখে যদি ভিজে যায়
মুছে দিবে এসে !
আমি এক ঝরা ফুল
অনাদরে পরে রই,
কেউ যদি খুঁটে নেয়
তবুও তো খুন হই !
কেন এত অবহেলা
বুক ভরা দুঃখ,
আজো খুঁজে মরিয়া
কোথা থাকে সুখ।
আবেগপ্রবণ মন
দুঃখ দেখে কাঁদে,
বেঈমান সুর ভুলে
ফেলে যায় ফাঁদে।
কারে করি বিশ্বাস
কোন আশ্বাসে,
বিবেকের মৃত লাশ
বারে বারে আসে।
স্বার্থের গিনিপিগ
চারিদিকে ঘোরে,
আজো ফিরেনি হুঁশ
হারানোর পরে।
১১ মার্চ ২০১৮ খ্রিঃ || ঢাকা
Post Views: ০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|