Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই 
Wednesday March 3, 2021 , 5:04 am
Print this E-mail this

জানে আলম শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন সুরকার, গীতিকার, প্রযোজকও

কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম জানে আলম আর নেই। মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ….রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। তিনি জানান, এক মাস আগে জানে আলম করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হন। এর জন্য গেল এক মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোহেল বলেন, ‘অবস্থার অবনতি হলে মঙ্গলবার জানে আলম ভাইকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। আলম ভাই আমাদের একা ফেলে চলে গেলেন। সারাক্ষণ হাসিখুশি মানুষটা এভাবে হুট করে চলে যাবেন, ভাবতেও পারছি না।’ এদিকে সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বুধবার (৩ মার্চ) মগবাজার জানে আলমের বাসভবন এলাকায় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান মানিকগঞ্জের হরিরামপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে চিরশায়িত হবেন এই নন্দিত শিল্পী। পাপ্পু বলেন, ‘করোনা শুরু হওয়ার কিছুদিন আগে ভাবী (জানে আলমের স্ত্রী) মারা গেলেন। এখন ভাই নিজেই করোনার আঘাতে চলে গেলেন। তাদের দুটো ছেলে অল্প সময়ের মধ্যে এতিম হয়ে গেল। সাংগঠনিকভাবে আলম ভাই ও তাঁর পরিবারের পাশে আমরা সবসময় ছিলাম, এখনও আছি। আলম ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।’ জানে আলম শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন সুরকার, গীতিকার, প্রযোজকও ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দোয়েল প্রোডাক্টস। পপ ও ফোকের মিশ্রণে তৈরি গান করে তিনি তুমুল জনপ্রিয়তা পান ৭০’র দশকে। ঢাকা রেকর্ডস থেকে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় ভালো পরিচিতি। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘স্কুল খুইলাছেরে মাওলা’, ‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই’, ‘তুমি পিরিতি শিখাইয়া’, ‘দয়াল বাবা কেবলা কাবা’ প্রভৃতি। জানে আলমের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুরে রয়েছে প্রায় তিন হাজার গান। সত্তরের দশকে স্বাধীন বাংলাদেশে পপ গানের ৪ স্থপতি হিসেবে সমধিক পরিচিত-ফিরোজ সাঁই, আজম খান, ফেরদৌস ওয়াহিদ ও জানে আলম।

কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলমের মৃত্যুতে সামাজিকযোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফকির আলমগীর। মঙ্গলবার (২ মার্চা) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানে আলম (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে দেশের সংগীতভূবনে শোকের ছায়া নেমে আসে । জানে আলমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফোকশিল্পী ফকির আলমগীরের। জানে আলমের মৃত্যুতে প্রয়াত শিল্পীর স্মরণে ফকির আলমগীর দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

পাঠকের উদ্দেশে ফকির আলমগীরের সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

‘একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া’ খ্যাত গানের পপ শিল্পী জানে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এদেশে মাইজভান্ডারী গানসহ শাহ আব্দুল করিম এবং অন্যান্য লোকগানের শিল্পীদের গান সংগ্রহ করে তিনি পরিবেশন করে খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর লেখা এবং সুর করা গান অনেক জনপ্রিয় শিল্পী পরিবেশন করেছেন। দোয়েল প্রোডাকশনের ব্যানারে অনেক শিল্পীর অ্যালবাম প্রকাশ করে তিনি অডিও প্রকাশনা জগতে অবদান রেখেছিলেন। এছাড়া আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একজন পপ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। কিছুদিন আগে তিনি তাঁর সহধর্মিনীকে হারিয়েছেন। আর আজ ভক্ত-শ্রোতাদের কাঁদিয়ে নিজেই পরপারে পাড়ি জমালেন। খ্যাতিমান গীতিকার হাসান মতিউর রহমান তার ঘনিষ্ঠ বন্ধু। দুজনে মিলেই লোকসঙ্গীতের বলয়ে একটি গোষ্ঠী গড়ে তুলেছিলেন যে কথা এখানে স্মরণ করা যেতে পারে। ফোক সম্রাজ্ঞী মমতাজের ঘনিষ্ঠ জানে আলম ছিল তারই মতো মানিকগঞ্জের সন্তান। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা যারা বাংলাদেশের পপ সঙ্গীতের সূচনা করেছিলাম, যার ধারাবাহিকতায় আজকের ব্যান্ড সংগীত। সেক্ষেত্রেও পরবর্তী পর্যায়ে তিনি সংগীত সংগ্রহ করে পরিবেশন করে অবদান রেখেছিলেন। মঞ্চে জমিয়ে সংগীত পরিবেশন করতে পারতেন। তাঁর ব্যবহারও ছিল অমায়িক। ছোটদের আদর করত বড়দের শ্রদ্ধা করত। অনেক যন্ত্র শিল্পীদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। সম্প্রতি আমেরিকা সফরের মধ্য দিয়ে উত্তর আমেরিকায় ভক্ত-শ্রোতা গড়ে তুলেছিলেন। তাঁর পরিবেশনার মধ্যে অগ্রজদের অনুকরণ অনুসরণের ছাপ লক্ষ্য করা যায়। আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁই, পিলু মমতাজ প্রমুখদের অনুসরণ করে তিনি বহুবছর দাপটের সঙ্গে সারাদেশে অনুষ্ঠান করেছেন। মাইজভান্ডারীসহ লোকগান তিনি জমিয়ে পরিবেশন করতেন। অনেক অনুষ্ঠান তিনি অ্যারেঞ্জ করতেন। সেই কারণেই তাঁর বিদায় বেলায় অনেক শিল্পী ও কলাকুশলী একটু হলেও চোখের জল ফেলবে।কারণ তিনি অনেক শিল্পীকে সহযোগিতা করতেন। আমার এবং আমার পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমার পারিবারিক সমস্ত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। সদালাপী জানে আলম ভক্ত-শ্রোতা হৃদয়ে অনেকদিন বেঁচে থাকবেন তার সুন্দর ব্যবহারের জন্য। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুক।’

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন