|
| | | |
বাড়াবাড়ি – কামরুন নাহার মুন্নী
বাড়াবাড়ি
– কামরুন নাহার মুন্নী
বুকে যদি ব্যথা বাড়ে
যায়না তা দেখা,
জীবনের হিসাবটা
যায় না যে লেখা।
বয়সের সাথে বাড়ে
যত ব্যাধি রোগ,
থাকে না শান্তি, সুখ
বাড়ে দুর্ভোগ!
ক্ষণে ক্ষণে বেলা বাড়ে
সকাল, দুপুর
ডোবাটা কাটলে বেড়ে
হয় যে পুকুর।
বন্যায় পানি বাড়ে
বাতাসেতে ঝড়,
গরিবের ঘরবাড়ি
করে নড়বড়!
অলসতা বাড়ে যার
পিছিয়ে সে থাকে,
চালাকি বাড়লে কারো
পড়ে সে বিপাকে।
হঠাৎ বাড়লে ধন
বাড়বে দেমাগ,
স্বজনকে মারে লাথি
পায়না সে ভাগ!
লোভ যার বাড়ে তার
বাড়ে কাড়াকাড়ি,
কোন ক্ষতি মানে না সে
করে আহাজারি!
গলায় গলায় ভাব
কারো যদি বাড়ে,
অচিরেই ভেঙে যায়
গলাটাকে ছাড়ে।
বাড়িওয়ালা ফিবছর
বাড়ায় যে ভাড়া,
মাস যদি শেষ হয়
লাগায় সে তাড়া।
বেশি জ্বর হলে তাকে
বলে বাড়াবাড়ি,
কোথা আছে ডাক্তার
ডাকো তাড়াতাড়ি।
খাই খাই বেশি যার
বাড়ে তার ভুড়ি,
অন্যের অধিকার
সেই করে চুরি।
বেশি বাড় বাড়লে
ভেঙে যায় পড়ে,
কপালটা চাপড়ায়
দিন রাত ধরে।
বাড়ে রোজ প্রতিক্ষণে
বলো দেখি নাম?
বাজার গরম করা
পণ্যের দাম।
১৬.২.২১
কলেজ রো বরিশাল
Post Views: ০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|