|
কালুর চিকিৎসার ব্যায়ভার বহন করার ঘোষণা দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার
ভাষা সৈনিক ইউসুফের পাশে দাঁড়ালো বরিশাল জেলা প্রশাসন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বগুড়া রোডে ভাষা সৈনিকের বাসায় ফুল-ফল নিয়ে শুভেচ্ছা জানাতে স্বয়ং হাজির হন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এসময় ইউসুফ কালুর পরিবার আবেগাপ্লুত হন জেলা প্রশাসককে দেখে। জেলা প্রশাসক, ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্থিক অনুদানের মাধ্যমে সম্মাননা জানান। কালুর চিকিৎসার ব্যায়ভার বহন করার ঘোষণা দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এছাড়াও কালুর পুত্রবধুকে একটি সেলাই মেশিন দেবারও প্রতিশ্রুতি দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন-ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর স্ত্রী, একমাত্র পুত্র ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ছাড়াও স্থানীয় সরকার বরিশালের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, এনডিসি মোঃ নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাসসহ আরও অন্যন্যরা। উল্লেখ্য, ভাষা আন্দোলনে মাতৃ ভাষায় রক্ষায় যারা ঝাঁপিয়ে পড়েছিলেন বরিশালে তাদের মধ্যে একমাত্র ইউসুফ হোসেন কালুই এখন বেঁচে আছেন। তাও বয়সের ভারে অসুস্থ্যবস্থায় শয্যাশয়ী। বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, আমরা আজ যে বাংলা ভাষায় কথা বলতে পারছি তা এই ইউসুফ হোসেন কালুদের মত বীরদের কারণেই। বরিশালের জেলা প্রশাসন এই ভাষা সৈনিকের যে কোন প্রয়োজনে, সহযোগীতায় পাশে থাকার আগ্রহ প্রকাশ করে। এখন থেকে ইউসুফ কালুর চিকিৎসার ব্যায়ভর বহন করবে বরিশালের জেলা প্রশাসন।
Post Views: ০
|
|