|
| | | |
মিথ্যে রচিলে – ওবায়দুল হক
মিথ্যে রচিলে
____________________ওবায়দুল হক
কৃষ্ণচুড়া গাছের পানে
লাল সবুজের ছোঁয়া পাই,
মাগো তোর দামাল ছেলের
রক্ত বৃথা যায় নাই।
অ, আ, ক, খ এত মধুর
প্রথম কান্না সুর,
এ ভাষাতেই ডুবি ভাসি
দুঃখ কষ্ট চুর।
ও মা তুই দেখ চেয়ে দেখ
ফাগুন এলো বলে,
শিমুলফুলে রক্তলালে
তোমার শহীদ ছেলে।
শহীদ মায়ের শেকড় পায়ে
সেই যে অপেক্ষা,
মায়ের মন কে বোঝাবে;
খোকা আসবে না!
কালো কাপড় গায়ে দিয়ে
ফুল ছেঁটালেই শেষ?
রাষ্ট্র ভাষায় মিথ্যে রচিলে
মামলা দিবে দেশ।
তবেই শহীদ শান্তি পাবে
হাসবে পলাশ হয়ে,
ভাষাশত্রু শাস্তি পাবে
দেশ ছাড়িবে ভয়ে।
Post Views: ০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|